AMAR BANGLA NEWS

ভাটপাড়া বি,এল ২২ নং গলির দুর্গাপ্রতিমার গহনা চুরি

চোরায় না শোনে ধর্মের কাহীনি!! ভাটপাড়া বি,এল ২২ নং গলির দুর্গাপ্রতিমার গহনা চুরি!!আর এই নিয়ে আসরে বিজেপি তৃনমুল উভয় পক্ষই!!...

চোরায় না শোনে ধর্মের কাহীনি!! ভাটপাড়া বি,এল ২২ নং গলির দুর্গাপ্রতিমার গহনা চুরি!!আর এই নিয়ে আসরে বিজেপি তৃনমুল উভয় পক্ষই!! ক্ষোভে ফুসছে এলাকাবাসি,তৃনমুল কিনে দেওয়া গহনা নিতে নারাজ পুজো কমিটি,চুরি যাওয়া গহনাই তারা ফেরত চায়!!ভাটাপাড়া বি,এল নং ২২ এর দুর্গাপূজার গহনা চুরি নিয়ে উত্তেজনা ছড়ালো। গতকাল বৃহ স্পতিবার থাকায় এলাকায় মানুষ ঠাকুর বিসর্জন দেন নি।আজ বিসর্জন হওয়ার কথা ছিলো।কি করে চোরেরা গহনা চুরি হলো তা নিয়ে প্রশ্ন তুলছে এলাকার বাসিন্দারা। CCTV গতকাল খুলে নেবার পরই চোরারা এই সুযোগে গহনা চুরি করেছে বলে স্থানিয় দের অনুমান।মা দুর্গার গহনা চুরি যাওয়ায় ক্ষোভে ফুসছে এলাকা বাসি।তবে চুরির ঘটনা নিয়ে আসরে তৃনমুল এবং বিজেপি।তৃনমুলের দাবী তারা এই চুরি যাওয়া গহনা পুজো কমিটি কে কিনে দেবে।আর এতেই বিতর্ক শুরু। তবে গহনা উদ্ধার না করে এবং চোরেদের গ্রেফতার না করে তৃনমুল কেন গহনা কিনে দিতে চাইছে?? প্রশ্ন বিজেপির যুব নেতা প্রিয়াংগু পান্ডের।তার অভিযোগ তৃনমুল চুরির ঘটনা ধামা চাপা দিতে চাইছে।চোরেদের আড়াল করতে চাইছে।তবে স্থানিয়রা তৃনমুলের কেনা গহনা নিতে নারাজ। চুরির গহনা তারা ফেরত চায় , আর চোরেদের শাস্তি চায়!