শুকনো বর্জ্য ব্যবস্থাপনা এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে।ফলে এই সমস্যার সমাধানে এগিয়ে এল উত্তর কলকাতার নামি পুজো কমিটি টালা প্রত্যয়। শুকনো বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে চারকোল তৈরি করতে ইকোজেনিক প্রকল্প বাস্তবায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করে তারা। কলকাতা পুর সভার মেয়র ফিরহাদ হাকিম কে তাদের এই প্রকল্পের বাস্তবায়নের লক্ষ্যে তার হাত দিয়ে উদ্বোধন করেন তারা। প্রসঙ্গত শুকনো বর্জ্য ব্যবস্থাপনা বলতে আমরা আবর্জনা সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, পূণর্ব্যবহার এবং নিষ্কাশনের প্রক্রিয়াকে বোঝায়। তবে সাধারণত মানুষের কার্যকলাপে সৃষ্ট অপ্রয়োজনীয় বস্তুসমূহ সংক্রান্ত কাজগুলোকে বুঝানো হয়ে থাকে। এই আবর্জনা বস্তুগুলোর থেকে স্বাস্থ্যসংক্রান্ত ক্ষতিকারক প্রভাব প্রশমিত করার জন্য, কিংবা পরিবেশের সৌন্দর্য্য রক্ষার কাজগুলোই এই প্রক্রিয়াতে অন্তর্ভুক্ত হয়। এছাড়া আবর্জনা ব্যবস্থাপনার মাধ্যমে আবর্জনা থেকে পরিবেশের ক্ষতি রোধ করার কাজ এবং আবর্জনা থেকে পূণর্ব্যবহারযোগ্য বস্তু আহরণ সংক্রান্ত কাজও করা হয়ে থাকে। তাই শারদ উৎসবের উপলক্ষে একদিকে দুর্গাপুজোর আয়োজন। আবার অন্যদিকে তাদের নতুন পরিকল্পনা ইকোজেণিক। অর্থাৎ সাধারণ মানুষের ফেলে দেওয়ার ব্যবহারিত জিনিসপত্র দিয়ে তাকে নতুন করে ব্যবহারযোগ্য তুলে মানুষের কাজে লাগানোর পরিকল্পনা। সোমবার সেই প্রকল্পের উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান যে কলকাতা পুরসভার পক্ষ থেকে এই প্রকল্প কে বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ ও বিজ্ঞানী দের পাঠাবে কলকাতা পুর সভা। যদি এই প্রকল্প পরীক্ষামূলক ভাবে সফল হয়। তাহলে আগামীদিনে কলকাতা পুর সভা এই প্রকল্প কে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান। মেয়রের দাবি টালা প্রত্যয় রোজ প্রায় ৫ টন শুকনো বর্জ্য ব্যবস্থাপনা পরিচালনা করে চারকোল তৈরি করছে। ফলে মানুষের পুজোর পরিক্রমা করার সময় খাওয়া দাওয়া করে ফেলে দেওয়া প্লাস্টিকের প্যাকেট বা চিপসের প্যাকেট সহ শুকনো বর্জ্য ব্যবস্থাপনা মাধ্যমে প্রক্রিয়াকরণ করে চারকোল তৈরি করবে। ফলে যদি এটা সঠিক ভাবে প্রণয়ন হয়। তাহলে কলকাতা পুর সভা এই পরিকল্পনার বাস্তবায়নের জন্য ব্যবস্থা গ্রহণ করবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন নিজের কন্যা কে সঙ্গে নিয়ে টালা প্রত্যয় পুজো মণ্ডপে পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম।
শুকনো বর্জ্য ব্যবস্থাপনা এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে।ফলে এই সমস্যার সমাধানে এগিয়ে এল উত্তর কলকাতার নামি পুজো কমিটি টালা প্রত্যয়
শুকনো বর্জ্য ব্যবস্থাপনা এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে।ফলে এই সমস্যার সমাধানে এগিয়ে এল উত্তর কলকাতার নামি পুজো কমিটি টালা প্রত্যয়। শুকনো...
