AMAR BANGLA NEWS

বারাসাতে ২০২২ সালের টেট উত্তীর্ণদের নিয়োগের দাবিতে সাংসদ সৌগত রায় ও বিধানসভা মুখ্য সচেতক নির্মল ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ।

বারাসাতে ২০২২ সালের টেট উত্তীর্ণদের নিয়োগের দাবিতে বড়সড় বিক্ষোভের ঘটনা ঘটল।বারাসাতের রবীন্দ্রভবনে একটি শিক্ষামূলক কর্মসূচি হওয়ার কথা ছিল, যেখানে শিক্ষা...

বারাসাতে ২০২২ সালের টেট উত্তীর্ণদের নিয়োগের দাবিতে বড়সড় বিক্ষোভের ঘটনা ঘটল।বারাসাতের রবীন্দ্রভবনে একটি শিক্ষামূলক কর্মসূচি হওয়ার কথা ছিল, যেখানে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি না আসায়, নিয়োগের দাবিতে উপস্থিত ২০২২ সালের টেট উত্তীর্ণ ছাত্র–ছাত্রীরা যশোর রোডে অবস্থান বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভ চলাকালীন তাঁরা দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় ও পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের গাড়ি ঘেরাও করেন। প্রায় এক ঘণ্টা ধরে এই অবরোধের পর বারাসাত জেলা পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।

ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার দাবিতে আন্দোলনকারীরা নতুন করে কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।