জটিলতা কাটল না কলকাতা পুর সভার কর্মরত NUHM কর্মী দের সঙ্গে মেয়র ফিরহাদ হাকিমের বৈঠকে। গত পরশু তাদের দাবি দাওয়া নিয়ে মেয়রের কাছে অভিযোগ জানান NHUM অধীনে থাকা কলকাতা পুর সভার কর্মরত স্বাস্থ্য কর্মীরা। তাদের দাবি ছিল যে পুজোর সময় কাজ করার জন্য 2019 সালের আগে পর্যন্ত তারা পুজোর সময় কাজ করার জন্য 500 টাকা ভাতা প্রদান করা হত তাদের। এমন কি করোনা সময় আক্রান্ত হতে হয়েছে তাদের। তার পরেও তারা করোনা সঙ্গে লড়াই করে নিজেদের পরিষেবা প্রদান করেছেন তারা। তবে তাদের দাবি ছিল যে আগের অবস্থা ফিরিয়ে দিয়ে তাদের ভাতা 500 টাকা দিতে হবে। মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে পরশু দিন তারা তাদের অভিযোগ জানান। তার পরেই তাদের সঙ্গে বুধবার দেখা করার আশ্বাস দেন মেয়র ফিরহাদ হাকিম। সেই মত বুধবার সকালে তারা কলকাতা পুর সভার সামনে জাময়াত করেন। পরে মেয়রের নির্দেশে তাদের চার জনের প্রতিনিধি দল মেয়রের সঙ্গে দেখা করে তাদের দাবি জানান। বৈঠকে শেষে ক্ষোভে ফেটে পড়েন NHUM এর স্বাস্থ্য কর্মীরা। তাদের অভিযোগ তাদের ন্যায্য অধিকারের উপরে শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে। তাদের কে বলা হয়েছে যে আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মত তাদের কে রাস্তায় নেমে আউটডোরে কাজ করতে হবে। তবে তাদের ছুটি বিষয় নিয়ে চিন্তাভাবনা করা হবে বলে বৈঠকে জানিয়েছেন মেয়র। তবে তারা কলকাতা পুর সভার এই সিদ্ধান্তে মতোই খুশি নন। তাদের অভিযোগ তারা বেশি ভাগ ইন্ডোরে কাজ করে থাকেন। আবার অনেক সময় কলকাতা পুর সভার প্রয়োজনে তাদের অনেক সময় বাইরে বেরোতে ও হয়। কিন্তু তাদের মধ্যে বিভিন্ন শ্রেণীর কর্মীরা রয়েছেন। যারা বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। যেমন লাব টেকনিশিয়ান তাদের বাইরে কোনো কাজ কে করে হবে। আবার মেডিকেল অফিসার তারা কি ভাবে বাইরে গিয়ে চিকিৎসা করবেন। সেক্ষেত্রে তাদের পক্ষ বাইরে গিয়ে কাজ করা অসম্ভব। তাদের কে অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মী দের মত বাইরে কাজ করলে তবে তাদের কে সাড়ে 400 টাকা দেওয়া কথা বলা হচ্ছে। তাদের দাবি ওদের সঙ্গে তাদের কে গুলিতে ফেললে হবে না। তবে তারা এই মুহূর্তে তাদের পরিষেবা বন্ধ করতে চান না। কারণ সাধারণ মানুষের জন্য তাদের কে কাজ করেই যেতে হবে। তাই তারা তাদের পরিষেবা থেকে বিরত থাকবেন না। তবে আগামী দিন তাদের সহকর্মী দের সঙ্গে কথা বলে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন বলে জানালেন একজন NHUM কর্মী। তবে এই বিষয়ে মেয়র কোনো মন্তব্য করতে চাননি। তিনি জানান যে এই বিষয়ে দেখছি। তার পরেই কিছু বলব বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।
জটিলতা কাটল না কলকাতা পুর সভার কর্মরত NUHM কর্মী দের সঙ্গে মেয়র ফিরহাদ হাকিমের বৈঠকে
জটিলতা কাটল না কলকাতা পুর সভার কর্মরত NUHM কর্মী দের সঙ্গে মেয়র ফিরহাদ হাকিমের বৈঠকে। গত পরশু তাদের দাবি দাওয়া...
