মধ্যমগ্রামে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় পুলিশের জালে ৪ অভিযুক্ত।
মধ্যমগ্রাম থানার অন্তর্গত আব্দুলপুর এলাকায় একটি সোনার দোকানে গত ২রা সেপটেম্বর দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। দোকানের মালিক জানায়, একজন যুবক দোকানে এসে বিভিন্ন সোনার গহনা দেখতে চাওয়ার অজুহাতে বেশ কয়েকটি সোনার গহনা নিয়ে পালিয়ে যায় বাইকে চড়ে। এবার সেই ঘটনায় গতকাল রাতে অরুনাভ পাল, রাহুল বিশ্বাস, মোহাম্মদ মাহবুব হাসান ও শুভজিৎ দাস মোট ৪ জনকে বারাসাত ও মধ্যমগ্রাম এলকা থেকে গ্রেফতার করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। আজ ধৃত যুবকদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়। বিচারক ৪ জন অভিযুক্ত যুবকদের ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।পুলিশ সূত্রে খবর,প্রথম থেকে পরিকল্পনা মোতাবেক ধৃত ৪ যুবক ২ রা সেপ্টেম্বর মধ্যমগ্রাম আবদালপুরের ওই সোনার দোকানের কাছে পৌঁছয়। ধৃতদের মধ্যে মোহাম্মদ মাহবুব হাসান মধ্যমগ্রাম এলাকার স্থানীয় যুবক হওয়ায় ও পাশাপাশি ওই দোকানের নিয়মিত ক্রেতা হওয়ায় দোকান চিহ্নিতকরণে সহায়তা করে। পরবর্তীতে ২রা সেপ্টেম্বর দুপুরে পূর্ব পরিকল্পনামাফিক রাহুল ও অনুভব বাইক নিয়ে পৌঁছায় ওই দোকানের সামনে। বাইরে অনুভব বাইক নিয়ে অপেক্ষা করছিল সেই সময় রাহুল দোকানের ভিতরে গিয়ে গহনা দেখতে থাকে এরপরই সুযোগ বুঝে বেশ কয়েকটি সোনার গহনা নিয়ে অনুভবের ভাইকে করে চম্পট দেয় রাহুল। পরবর্তীতে চারজন পুনরায় নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে চুরি করা গহনা ভাগাভাগি করে নেই। তবে খোয়া যাওয়া গহনা এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি বলে খবর।যদিও এ প্রসঙ্গে অভিযুক্তদের আইনজীবী আলোক সমাজপতি বলেন, ধৃত চার যুবকের মধ্যে দুজন নিরীহ যুবক এবং সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তাদের থেকে কিছুই পাওয়া যায়নি এখনো পর্যন্ত বলে দাবি তার।