AMAR BANGLA NEWS

বচসার জেরে মেট্রোচত্বরে সহপাঠীর হাতে ছাত্র খু*ন

মেট্রো স্টেশনে চেকিং থাকা স্বত্তেও মেট্রো চত্ত্বরে বচসার জেরে ছাত্রখুন সহপাঠীর হাতে   মেট্রো স্টেশনে চেকিং থাকা স্বত্তেও এক ছাত্র...
  • মেট্রো স্টেশনে চেকিং থাকা স্বত্তেও মেট্রো চত্ত্বরে বচসার জেরে ছাত্রখুন সহপাঠীর হাতে

     

    মেট্রো স্টেশনে চেকিং থাকা স্বত্তেও এক ছাত্র বচসার জেরে তার সহপাঠীকে ছু*রি মে*রে খু*ন করল। এমনি এক ঘটনা ঘটেছে দক্ষিনেশ্বর মেট্রোস্টেশনে। জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম মনোজিত যাদব। মনোজিত বাগবাজার হাইস্কুলের ছাত্র এবং বরানগর ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। মনোজিত একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। পুলিশ সূত্রে খবর, ৪-৫ জন বন্ধুরা মিলে দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশনে ৬,৭,৮ টিকিট কাউন্টারের সামনে আচমকায় নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে। এই বচসা মেট্রোর মধ্যেও চলছিল। আর তারপর হঠাৎ মনোজিত যাদবকে তার এক সহপাঠী ধা*রা*লো অ*স্ত্র দিয়ে আক্রমণ করে। আর তারপরেই সে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। গোটা মেট্রো স্টেশন রক্তাক্ত হয়। বাকী ২ বন্ধু মনোজিতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃ*ত ঘোষণা করেন। একজন রেল কর্মচারী তার এই ভয়ানক অভিজ্ঞতা জানালেন। খবর পেয়ে ঘটনাস্থলে দক্ষিণেশ্বর থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনার অনুপম সিং আসেন। ডিসি সাউথ অনুপম সিং জানান,দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছু*রি চালানোর ঘটনায় দুজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই মুহূর্তে ঘটনাস্থলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। বরানগর পুরসভার ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জন পাল বলেন, তিনি এই ঘটনায় খুবই দুঃখিত। এবং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা রেখে দোষীর যথাযথ শাস্তি দাবী করেন। কিন্তু এখন প্রশ্ন একটাই কোন পথে এগিয়ে যাচ্ছে যুব সমাজ কেনোই বা তাদের হাতে কলমের বদলে অ*স্ত্র উঠছে আর মেট্রো স্টেশনে কড়া পাহাড়া সত্ত্বেও কীভাবে ঐ ছাত্রের হাতে মেট্রো চত্বরে ছু*রি থাকল?