- আবারো এক নজিরবিহীন কাজ করলেন ট্রাফিক গার্ডের হোম গার্ড
নিজের পোশাকি কর্তব্যের বাইরে গিয়ে আবারো এক নজিরবিহীন কাজ করলেন ট্রাফিক গার্ডের হোম গার্ড মানু আনসারী। আজ ছিল উচ্চমাধ্যমিকের অ্যকাউন্টেন্সীর পরীক্ষা। বেলঘরিয়া হাইস্কুলের ছাত্র শুভ্রম সরকারের সিট পড়েছিল বেলঘরিয়া যতীন দাস বিদ্যামন্দিরে। অন্যদিনের মতন আজও তিনি পরীক্ষার কেন্দ্রে পৌঁছান কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শুভম সরকার পরীক্ষার হলে পৌঁছে দেখেন যে তাঁর সংগে এডমিট কার্ড নেই। আর তখনই তিনি একপ্রকার দিশাহারা হয়ে বাইরে বেরিয়ে এসে দেখেন সামনেই ট্রাফিক পুলিশের এক কর্তব্যরত কর্মী দাঁড়িয়ে। তিনি ডানলপ ট্রাফিক গার্ডের হোমগার্ড মানু আনসারী। তাঁকে দেখতে পেয়ে শুভম সরকার সব কথা খুলে বলেন। সব ঘটনা শুনে কর্তব্যরত কর্মী মানু আনসারী শুভম সরকারকে তাঁর বাইকে চেপে বাড়ি থেকে এডমিট কার্ড নিয়ে আসতে সাহায্য করেন
। আর শুভম সরকারও এডমিট কার্ড নিয়ে যথাসময়ে পরীক্ষায় বসেন। শুভম সরকার মানু আনসারী কে ধন্যবাদ জ্ঞাপন করে। পুলিশ বিভাগের তরফ থেকে এই পুলিশকর্মীকে সাধুবাদ জানানো হয়।