বিশ্বজিৎ দে: রাজ্য জুড়ে সংখ্যা লঘুদের উপর আক্রমণ শুধু আক্রমণই নয় একেরপর এক মবলিচিং হত্যা ও ধর্মীয় বিদ্দেশ আক্রমণে পশ্চিমবঙ্গ মাইনরটি কমিশনের ভূমিকা কীরকম ছিল কী ভূমিকায় বা তিনি পালন করেছেন তার জন্য আজকে দেখা করতে এলেন কমিশনের চেয়ারম্যানএর সঙ্গে. আই এস এফ এর চেয়ারম্যান তথা ভাঙড়ের বিরোধী বিধায়ক নওশাদ সিদ্দিকি ।
সংখ্যালঘুদের ওপর আক্রমণ এই সংক্রান্ত বিভিন্ন বিষয় তিনি ডেপুটেশন জমা দিলেন।
এবং তিনি জানিয়ে গেলেন সংখ্যালঘুদের ওপর যদি আক্রমণ বন্ধ না হয় তাহলে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবে