AMAR BANGLA NEWS

এস এস সি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার

বিশ্বজিৎ দে: এস এস সি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার… এডমিট কার্ডের লেখা ছিল এগারোটার মধ্যে উপস্থিতি কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে...

বিশ্বজিৎ দে: এস এস সি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার… এডমিট কার্ডের লেখা ছিল এগারোটার মধ্যে উপস্থিতি কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দশটার মধ্যে উপস্থিতি মোট পরীক্ষার্থী ৫ লক্ষ ৬৫০০০ তিন লক্ষ ১৯ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী আগামীকালকের১৪ তারিখের পরীক্ষায় , ২ লক্ষ ৪৬ হাজারের কিছুটা বেশি পরীক্ষার্থী ৬৩৬টি মোট পরীক্ষা কেন্দ্র কালকেপরীক্ষার সুরক্ষা নিশ্চিত করতে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে প্রাথমিক তল্লাশির পড়ি পরীক্ষার্থীরা ভেতরে প্রবেশ করতে পারবে একটি স্বচ্ছ পেন, পরীক্ষা কেন্দ্রে প্রত্যেকের জন্য পেন পাঠানো থাকবে প্রত্যেক পরীক্ষার্থীকে এডমিট কার্ড নিয়ে যেতে হবে এডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে কেউ খুব প্রবেশ করতে পারবে না এডমিট কার্ডে বারকোড কেনার আছে সেটা থেকে বুঝা যাবে যে সেটা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোন কিছু আর সে নিয়ে যেতে পারবে না এডমিট কার্ডে ছবি বা স্বাক্ষরে কিছু প্রবলেম থাকলে৷, নিজের ফটো আইডির একটি সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স কপি নিয়ে যাবেন, সেটা পরীক্ষা কেন্দ্রে জমা থাকবে এবং পরবর্তীতে আমাদের কাছে চলে আসবে। নাপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে আমরা কোন আলোচনা করব না। ফিচার গুলি এমনই, কোনভাবে প্রশ্ন লিকের চেষ্টা করা হলে কোন পরীক্ষার্থীর থেকে করা হয়েছে আমরা সেটাও জানতে পারবো পরীক্ষার্থীরা যদি কোন মূল্যবান দ্রব্য নিয়ে আসেন যেটা হলের ভেতরে নিয়ে যাওয়া যাবেনা, আর সেটা যদি তার সঙ্গে কেউ না থাকে যার কাছে রাখা যেতে পারে, প্রত্যেক পরীক্ষা কেন্দ্রেই তোকে নিয়ে বিনিময়ে একটি জায়গার ব্যবস্থা করা থাকবে যেখানে সেই জিনিসগুলি রাখা থাকবে। দশটা থেকে সাড়ে দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন পৌঁছে দেওয়া হবে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে ১১:৪৫ মিনিট নাগাদ প্রত্যেক পরীক্ষার্থীর কাছে একটি সিল করা প্যাকেট দেবে যার মধ্যে একটি প্রশ্নপত্রিকা ও একটি ও এম আর সিট যাবে। ও এম আর উত্তরপত্রের মধ্যে এক থেকে পাঁচ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি পূরণ করতেই হবে না হলে তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে… পরীক্ষার্থীরা উত্তর লিখতে শুরু করবে বারোটা থেকে। মহিলা পরীক্ষার্থীদের জন্য একটি আলাদা এনক্লোজার থাকবে এবং তার চেকিং একটি মহিলা দিয়েই বদ্ধ জায়গায় করা হবে তল্লাশিতে মেটাল ডিটেক্টর থাকবে। কন্ট্রোল রুমের নাম্বার ওয়েবসাইটে দেওয়া থাকবে। মোবাইল বা কোন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার্থী এবং ইনভিজিলেটার কেউই ঘরে প্রবেশ করতে পারবে না