AMAR BANGLA NEWS

শিয়ালদহ শাখার আরো দুই নয়া রুটে এসি লোকাল

বিশ্বজিৎ দে: শিয়ালদহ শাখার আরো দুই নয়া রুটে এসি লোকাল। ৯:৪৮ মিনিট নাগাদ শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে প্রথম এসি...

বিশ্বজিৎ দে: শিয়ালদহ শাখার আরো দুই নয়া রুটে এসি লোকাল। ৯:৪৮ মিনিট নাগাদ শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে প্রথম এসি লোকাল ছেড়ে যায়। অন্যদিকে রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদায় আসে আরেকটি এসি লোকাল। এতদিন শীত তাপ নিয়ন্ত্রিত এক্সপ্রেস ট্রেন চরেছে সাধারণ মানুষ প্রথমবার এসি লোকাল ট্রেন চাপতে পেরে উচ্চশিত যাত্রীরা। যাত্রীদের চাহিদা মেটাতে আগামী দিনে আরো একাধিক এসি লোকাল চালানোর পরিকল্পনা ইস্টার্ন রেলওয়ের।