AMAR BANGLA NEWS

মধুসূদন মুখার্জিকে গ্রেপ্তারের পর সেই সূত্র ধরে পুলিশ নাসিক থেকে আরো তিনজনকে

বিশ্বজিৎ দে: বারাকপুর কমিশনারেটের পুলিশ তদন্ত চালিয়ে খরদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রিজেন্ট পার্ক এলাকার অন্তর্গত প্রতিভামঞ্জিল অ্যাপার্টমেন্ট থেকে মধুসূদন...

বিশ্বজিৎ দে: বারাকপুর কমিশনারেটের পুলিশ তদন্ত চালিয়ে খরদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রিজেন্ট পার্ক এলাকার অন্তর্গত প্রতিভামঞ্জিল অ্যাপার্টমেন্ট থেকে মধুসূদন মুখার্জিকে গ্রেফতার করে তার কাছ থেকে উদ্ধার হয় ৩টি ওয়ান শাটার, ১টি নাইন এমএম পিস্তল, ২টি সেভেন এমএম পিস্তল, ৫টি দোনালা বন্দুক, বিভিন্ন বোরের 905টি গুলি, নগদ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা, ২৪৮ গ্রাম সোনার গহনা, এবং বেশ কিছু অ্যান্টিক কয়েন। মধুসূদন মুখার্জিকে গ্রেপ্তারের পর সেই সূত্র ধরে পুলিশ নাসিক থেকে আরো তিনজনকে Us 25(1)(a)/29/35arms act adding section 25(6)/25(8)/25(1A)/25(1AA)/27 Arms act-এ গ্রেফতার করে এরা হলেন সুদীপ দাঁ,আবির দাঁ,সুব্রত দাঁ। ধৃতদের এস টি এফ বারাকপুর মহাকুমা আদালতে পেশ করে।রহড়া আগ্নেয়াস্ত্র কান্ডে মধুসূদন মুখার্জিকে গ্রেফতার করার পর নাসিক থেকে সুদীপ দাঁ, আবির দাঁ ও সুব্রত দাঁকে গ্রেফতার করা হয় এরপর ধৃতদের এসটিএফ ব্যারাকপুর মহকুমা আদালতের পেশ করে। অ্যাডভোকেট মাধব চ্যাটার্জী বলেন আসামিদের সাত দিনের পুলিশি জেল হেফাজত দেওয়া হয়। ধৃতদের আগ্নেয় অস্ত্র ও বি এন এস মামলায় ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।