AMAR BANGLA NEWS

সোনার গহনা লুটের ঘটনায় এক দুস্কৃতি সহ গ্রেফতার সোনার দোকানের মালিক,গ্রেফতার করলো ঘোলা থানার পুলিশ

সোনার গহনা লুটের ঘটনায় এক দুস্কৃতি সহ গ্রেফতার সোনার দোকানের মালিক,গ্রেফতার করলো ঘোলা থানার পুলিশ গত ৬ই আগস্ট পানিহাটি পৌরসভার...

সোনার গহনা লুটের ঘটনায় এক দুস্কৃতি সহ গ্রেফতার সোনার দোকানের মালিক,গ্রেফতার করলো ঘোলা থানার পুলিশ

গত ৬ই আগস্ট পানিহাটি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড মহেন্দ্রনগর এলাকায় মদ্যপানের প্রতিবাদ করায় বাড়িতে ভাঙচুর ও সোনার গহনা লুটপাট চালায় দুষ্কৃতীরা।।সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে ঘোলা থানার পুলিশের একটি টিম।।সোনার গহনা লুটের ঘটনায় পানিহাটি মহেন্দ্রনগর এলাকা থেকে মূল অভিযুক্ত রাম সমাদ্দার কে গ্রেফতার করে ঘোলা থানার পুলিশ।।তাকে জেরা করে জানা যায় সেই লুট করা সোনার গহনা বিক্রি করেছে এলাকার সোনার দোকানের মালিক তাপস দাস কে।।তাপস দাসের সোনার দোকানে গোপন অভিযান চালায় ঘোলা থানার তদন্তকারী আধিকারিকেরা।।আর সেখান থেকেই উদ্ধার হয় লুট হওয়া সোনার গহনা।।অভিযুক্ত রাম সমাদ্দার সহ সোনার দোকানের মালিক তাপস দাস কে গ্রেফতার করেছে ঘোলা থানার পুলিশ।।আজ তাদের ৬ দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাকপুর আদালতে পাঠানো হবে