AMAR BANGLA NEWS

শব্দবাজি

আবারো বড়োসড়ো সাফল্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত শিবদাসপুর থানা বিশেষ সূত্রে খবর পেয়ে মসজিদ পাড়ায় এবাদত আলীর...

আবারো বড়োসড়ো সাফল্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের।
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত শিবদাসপুর থানা বিশেষ সূত্রে খবর পেয়ে মসজিদ পাড়ায় এবাদত আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫৫০ কেজি নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করে বাজেয়াপ্ত করে।এবং শেখ এবাদত আলীকে গ্রেপ্তার করে সিবদাসপুর থানায় একটি মামলা দায়ের করে।এখন বিষয় হলো এতো পুলিসের পেট্রোলিং থাকা সত্ত্বেও কি করে জনঘনবসতি পূর্ণ এলাকায় এরকম ভাবে নিষিদ্ধ শব্দবাজি বানাচ্ছে।যেখানে দেখাযাচ্ছে বারংবার এই সব নিষিদ্ধ বাজি কারখানা গুলোতে ব্লাস্ট হয়ে প্রাণহানির মতো ঘটনাও ঘটছে।পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে তারা এই এলাকায় টহল দাড়ি চালাচ্ছেন যাতে কেও এই ধরনের বাজি বা বাজির মসলা বাড়িতে মজুত না রাখতে পারে সেদিকেও বিশেষ নজর রাখছেন।