*সন্দেহজনকভাবে ঘোরাঘুরি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক ব্যক্তি*
বুধবার ভোরে বেলিয়াঘাটা রোড থেকে একটি দেশি একনলা আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম পঙ্কজ বিশ্বাস ওরফে মিস্টি (৩০), বাড়ি পটারি রোড, কলকাতা-১৪।
পুলিশ সূত্রে খবর, সকাল প্রায় ৫টা ৪০ মিনিট নাগাদ সিয়ালদহ ট্রাফিক গার্ডের সার্জেন্ট হিরণ্ময় সরকার ও কেএইচজি কর্মী সুজিত খানড়া বেলিয়াঘাটা রোডে ডিউটি করার সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন ওই ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদের পর তাঁর পরিচয় মিলতেই তল্লাশি চালিয়ে কোমরের কাছে টি-শার্টের ভিতরে লুকোনো একটি ক্ষতিগ্রস্ত দেশি একনলা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
খবর পেয়ে এন্টালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে ও পঙ্কজকে সকাল ৭টা ৫ মিনিটে গ্রেপ্তার করে। পরে তাঁকে থানার লকআপে রাখা হয় এবং আগ্নেয়াস্ত্রটি মালখানায় জমা দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।