AMAR BANGLA NEWS

জলবন্দী পানিহাটি হাসপাতালে রোগী থেকে ডাক্তার* 

জলবন্দী পানিহাটি হাসপাতালে রোগী থেকে ডাক্তার পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল বর্তমানে কার্যত জলমগ্ন। প্রবল বৃষ্টিপাতের ফলে প্রতিটি ওয়ার্ডে থইথই জল।...

জলবন্দী পানিহাটি হাসপাতালে রোগী থেকে ডাক্তার

পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল বর্তমানে কার্যত জলমগ্ন। প্রবল বৃষ্টিপাতের ফলে প্রতিটি ওয়ার্ডে থইথই জল। রোগীরা জলবন্দি অবস্থায় চিকিৎসা নিচ্ছেন, আতঙ্ক ছড়িয়ে পড়েছে trainee নার্সদের মধ্যে, অনেকেই বাধ্য হয়ে অন্যত্র ডিউটি করছেন। হাসপাতালের নার্সিং স্টাফ, স্বাস্থ্যকর্মী, রোগী ও তাদের পরিবারের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ক্রমেই বাড়ছে। জমে থাকা নোংরা জল থেকে ছড়াচ্ছে সংক্রামক রোগ, বাড়ছে পোকামাকড় ও সাপের উপদ্রব। বিশেষ করে রাতের পরিস্থিতি হয়ে উঠছে ভয়ঙ্কর। রোগীরা আতঙ্কে রয়েছেন, কোথা থেকে বিপদ আসে কেউ জানেন না। কর্মরতরা গামবুট পরে কাজ করছেন। জল না নামা পর্যন্ত হাসপাতালের পরিবেশ স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছেন অনেকেই। দ্রুত জলনিকাশির ব্যবস্থা না হলে বড় ধরনের স্বাস্থ্য বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। হাসপাতাল চত্বরে কোনও স্বাস্থ্যবিধি কার্যকর রাখা সম্ভব হচ্ছে না। সবাই একটাই প্রশ্ন করছেন—কবে কাটবে এই জলবন্দি দশা? স্থানীয় প্রশাসনের কাছেও দ্রুত হস্তক্ষেপের দাবি উঠেছে।