লাগাতার বৃষ্টি জেরে শহরের একাধিক রাস্তায় খানাখন্দ ভরা। হাল ফেরাতে রাস্তায় নামল কলকাতা পুর সভা। গতকাল রাত থেকে জরুরি ভিত্তিতে রাস্তার মেরামতি কাজে নেমে পড়েছেন পুর কর্মীরা। বিশেষ করে 21 জুলাই যেসব পথ থেকে ধর্মতলা মুখী মিছিল গুলি আসবে। সেই সব রাস্তায় প্রথমে মেরামতি করে দেওয়া হচ্ছে। হাওড়া, শিয়ালদহ, টালিগঞ্জে, খিদিরপুর, হাজরা, ই এম বাইপাস, ডায়মন্ড হারবার রোড সহ একাধিক রাস্তা যেসব ধর্মতলা মুখী হবে সেসমস্ত রাস্তা মেরামতি কাজ শুরু হয়েছে। পুর সভা সূত্রের খবর আপাতত অস্থায়ী ভাবে মেরামতির কাজ চললেও আগামীদিনে আবহাওয়া পরিস্থিতি উন্নতি হলে শুকনো হলেই সম্পূর্ণ ভাবে কাজ শেষ করা হবে। কলকাতা পুর সভার অবশ্যয় যুক্তি জল জমার কারণে রাস্তার অবস্থা খারাপ হয়ে পড়েছে। তবে তারা প্রাথমিক ভাবে রাস্তার সরানোর কাজ করছে। একই ভাবে মেয়র সম্প্রতি যুক্তি দিয়েছেন যেহুতু কলকাতা রাস্তায় গঙ্গা মাটি তাই জল জমলেও মাটি সরে যাচ্ছে ফলে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। তবে বিশেষজ্ঞ দের মত কলকাতার রাস্তাগুলি কে আরো শক্তপোক্ত এবং পরিবেশ সহনশীল ও স্থায়ী ভাবে পরিকাঠামো উন্নত করতে হবে। এছাড়া ও উন্নতমানের সামগ্রী নিয়মিত পর্যালোচনা এবং পরিকল্পিত নিকাশি ব্যবস্থা না করলে স্থায়ী সমাধান করার সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।