শুভজিৎ সরকার,
স্রামানি মেলায় এবার ওয়াটার এম্বুলেন্সের ব্যবস্থা প্রশাসনের। প্রত্যেক বারের মত ভক্তরা বৈদ্যবাটির নিমাই তীর্থঘাট সহ বেশ কয়েকটি ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বর মন্দিরে যায়। এই ঘাটগুলিতে জল নেওয়ার জন্য ব্যাপক ভাবে মানুষের সমাগম হয়। শনিবার এবং রবিবার লক্ষাধিক ভক্তরা জল নেয়। অনেক সময় দেখা যায় যে ঘাট থেকে যেতে সময় রাস্তায় বিভিন্ন কারণে অসুস্থ হয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়া অতিরিক্ত ভিড়ের কারণে দুর্ঘটনা ঘটার ও একটি আশঙ্কা থাকে। যার ফলে আহত বা অসুস্থ ব্যক্তির দের ভিড় টপকে নিয়ে যেতে বেগ পেতে হয়। তাই আগাম সতর্কতা অবলম্বন করে এবার প্রশাসন ওয়াটার এম্বুলেন্সের ব্যবস্থা করেছে। যার আনুষ্ঠানিক উদ্বোধন সোমবার করা হল। অনুষ্ঠানে হাজির ছিলেন চাপদানীর বিধায়ক অরিন্দম গুইন, অতিরিক্ত জেলা শাসক শ্রীরামপুর শাম্বুদীপ সরকার, বৈদ্যবাটি পুরসভার অধ্যক্ষ সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিক। এই বিষয়ে অতিরিক্ত জেলা শাসক জানান যে অনেক সময় ইমারজেন্সি কারণে চিকিৎসার প্রয়োজন হয়। সেই সময় এই ওয়াটার এম্বুলেন্সের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি জানান যে এই ওয়াটার এম্বুলেন্সের মধ্যে জীবনরক্ষক সমস্ত সুবিধা প্রদান করা হয়। অক্সিজেন থেকে নিয়ে অক্সিমিটার উপলব্ধ করা হয়েছে। যাতে প্রাথমিক ভাবে চিকিৎসা প্রদান করে পাশের হাসপতালে নিয়ে যাওয়া যায়। এই বিষয়ে স্থানীয় চাপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন জানান যে যেহুতু এই দিকের রাস্তা খুব একটা চওড়া নেই। সে কারণে ভিড় কে এড়িয়ে অসুস্থ দের নিয়ে যাওয়া একটা বড় বিপদে করবে হয়ে থাকে। তাই ভিরভার এড়াতে এবং ট্র্যাফিক জাম থেকে বাঁচতেই ওয়াটার এম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। যাতে অসুস্থ মানুষদের প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়। এই সম্পূর্ণ ব্যবস্থাপনা জেলা স্বাস্থ্য বিভাগের একটি টিম দ্বারা নজরদারি এবং পরিচালনা করা হচ্ছে বলে জানান বিধায়ক অরিন্দম গুঁইন।