AMAR BANGLA NEWS

বাউরিয়া ঘটনায় গ্রেফতারদের জামিন না হলে বড়সড়ো আন্দোলনে নামা হবে বলেও হুঁশিয়ারি শুভেন্দু বাবু।

শুভজিৎ সরকর, সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী...

শুভজিৎ সরকর,

সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তুলোধোনা করলেন। উল্লেখ্য দিন কয়েক আগে বাউরিয়ায় এক অশান্তিকে কেন্দ্র করে বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মী গ্রেপ্তার হন এবং তাদের পুলিশি হেফাজতে অত্যাচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন শুভেন্দু বাবু। সেদিন বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে রনংদেহী মেজাজ দেখান। গতকাল ভাঙ্গরে এক তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ খুনের ঘটনা প্রতিক্রিয়া জানাতে তিনি বলেন এই ভাবেই ওরা মরবে। বাউরিয়া ঘটনায় গ্রেফতারদের জামিন না হলে বড়সড়ো আন্দোলনে নামা হবে বলেও হুঁশিয়ারি শুভেন্দু বাবু।