কলকাতা পুর সভায় উচ্চ পর্যায় টাস্ক ফোর্স বৈঠক। রাজ্যস্তরে কমিটির চেয়ারম্যান পুর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে এদিন বৈঠকে হাজির ছিলেন অবসান ও বিদ্যুৎ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বোস, পঞ্চায়েত দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার, বিপর্যয় মুকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ খান। কলকাতা পুলিশের পক্ষ থেকে এডিসিপি ১ দেবেন্দ্র প্রকাশ সিংহ, ডিআইজি হেড কোয়ার্টার রাশীদ মুনির খান, ডিজি দমকল রণবীর কুমার সহ সংশ্লিষ্ট ৫ টি দফতরের সচিব বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের পর মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিক দের মুখোমুখি হয়ে তিনি জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে মুখ্যমন্ত্রী আমাকে চেয়ারম্যান করে একটি টাস্ক ফোর্স গঠন করেছিলেন। তার আজকে দ্বিতীয় বৈঠক ছিল। প্রথম বৈঠকে আমি সমস্ত দফতর কে তাদের মতামত দিতে বলেছিলাম। সেই মত সবাই নিজেদের মতামত দিয়েছেন। সবার মতামত চূড়ান্ত পর্যায়ে এলে তার পরে একটা এস ও পি করে রাজ্য সরকার কে পাঠানো। চূড়ান্ত সিদ্ধান্ত সরকার নেবে বলে জানান পুর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ও টাস্ক ফোর্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। তিনি জানান যে ছাদে রুফ টপ নিয়ে শুনানি শুরু হয়েছে। যে তিনটি রুফ টপের মালিকদের শুনানি আদালতের নির্দেশে হচ্ছে। এস ও পি তৈরি হলে সেটা সমস্ত রুফ টপের জন্য প্রযোজ্য হবে বলে ও জানান তিনি। ফিরহাদ হাকিম বলেন এস ও পি সব থাকবে স্কুল থাকবে বাজার, হাসপাতাল থাকবে। সম্প্রতি অরফণগঞ্জ মার্কেট আগুন লেগেছিল। এস ও পি তে মার্কেট ও থাকবে। দমকল বিভাগের কি কি করা আছে সেটা ও থাকবে এস ও পিতে বলে জানালেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। এদিন এন আর সি নিয়ে তিনি বলেন তারা হচ্ছে বাঙালি বিদ্বেষী। সারা ভারতজুড়ে একটি রাজনীতি ডাক অপদস্ত করার চেষ্টা করছে। সেটার জন্যই এন আর সি , সিএএ বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা পলিটিক্সে করার জন্য এটা করছে। যাতে ভারতবর্ষের নাগরিক কে পুশব্যাক করে বাংলাদেশের হাতে দিয়ে দাও। এরা ভারতের যে সংবিধান মানছে না। ভারতবাসী হিসাবে যে আমাদের অধিকার সেটা লঙ্ঘিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন ফিরহাদ হাকিম। এদিন পিকনিক গার্ডেনে একজন কলেরা আক্রান্ত নিয়ে তিনি বলেন আমরা সব জায়গা ঢুকতে পারিনা। কলেরা শুধু জলের জন্য হয় না। এটা খুঁটিয়ে দেখতে হবে।অনেক সময় ফল খাওয়ার জন্য ও কলেরা হয়। এছাড়া তিনি জানান যে মূলত ফায়ার অডিটের উপরে জোর দিচ্ছে টাস্ক ফোর্স। আগে আমরা একটা চূড়ান্ত রিপোর্ট তৈরি করে পাঠায়। এখনই এটা পাবলিক করতে পারিনা। তবে প্রায়োরিটি দেওয়া হবে ফায়ার অডিটের উপরে। ম্যালেরিয়া ডেঙ্গু যেহুতু এখন বর্ষাকাল । তাই আমাদের জয়েন্ট একশন চলছে। প্রত্যেকটি রাস্তা চেক করা। ছাদে উঠে জল জমে আছে কি সেটা দেখা। চিল ছাদে উঠে দেখা কোথায় জল জমে আছে কি না। সাত দিনে একবার বাড়ি ঘুরে দেখে নিন কোথায় জল জমা নেই তো। যেখনে ম্যালেরিয়া লারওয়া হচ্ছে। যাতে আপনার সন্তান আক্রান্ত হতে পারে। অভয়া মঞ্চে বিরোধী দলের বক্তব্য নিয়ে বলেন যে আমরা তো চেয়ে ছিলাম যে এক জঘন্য অত্যাচারের ফাঁসি হোক। সেই জন্য আমরা চেয়েছিলাম যে রাজ্য পুলিশ তদন্ত করে ফাঁসি দিক। কিন্তু দুর্ভাগ্য পরবর্তীকালে আদালত সিবিআই দিয়ে দিল। আর জি করের ঘটনা নিয়ে বলেন মেয়র ফিরহাদ হাকিম। তবে অরফণগঞ্জ মার্কেট নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করে মেয়র ফিরহাদ হাকিম বলেন আমাদের কর্মীরা গিয়ে ছিল। তাদের বাধাপ্রাপ্ত হতে হয়েছে। লোকাল কিছু লোক বিজেপির পতাকা নিয়ে বৈদমাশী করছে বলে অভিযোগ করলেন মেয়র। আমরা চাইছি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। যদি সেটা না হয় তাহলে আমাদের কে ফোর্স ব্যবহার করতে হবে বলে হুশিয়ারি দিলেন মেয়র ফিরহাদ হাকিম।
কলকাতা পুরসভার উচ্চপর্যায় টাস্ক ফোর্স বৈঠক।।।
কলকাতা পুর সভায় উচ্চ পর্যায় টাস্ক ফোর্স বৈঠক। রাজ্যস্তরে কমিটির চেয়ারম্যান পুর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে...
